খোলা বাজারের চেয়ে ব্যাংকিং চ্যানেলে ডলারের দর বেশি, বলছেন এক ব্যাংকের ডিএমডি।
দেশে স্বজনদের কাছে প্রবাসীদের পাঠানো আয়ে উল্লম্ফন হয়েছে সদ্য সমাপ্ত মাস সেপ্টেম্বরে; আগের বছরের একই মাসের চেয়ে রেমিটেন্স বেড়েছে ৮০ দশমিক ৪৫ শতাংশ।
টানা দ্বিতীয় মাসে দুই বিলিয়ন ডলার রেমিটেন্স আসার ধারায় গত সেপ্টেম্বরে এসেছে ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসের চেয়ে ১ দশমিক ০৭ বিলিয়ন ডলার বেশি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সেপ্টেম্বরে প্রবাসীদের আয় পাঠানোর তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন, ৩০ সেপ্টেম্বরই রেমিটেন্স এসেছে ৯৯ মিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৮০ শতাংশের বেশি।